শরীয়তপুর প্রতিনিধিঃ
মুখে মাস্ক পরাকে কেন্দ্র করে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তার পরিবারের চারজনকে হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন আয়োজন করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার সিড্যা আমিন বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করতে গেলে ডামুড্যা থানা পুলিশ এসে তা পন্ড করে দেয়।
পরে সরকারের নির্দেশ অমান্য করে মানববন্ধনের আয়োজন করায় ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ইউপি সদস্যসহ ৫জনকে ৫শ টাকা আর্থ দন্ড করেন। এর আগে গত ২৭ এপ্রিল এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ এপ্রিল ৩২ জনকে আসামী করে ডামুড্যা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে ওই পরিবার।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply