Amar Praner Bangladesh

‘সরাইপাড়া যুব পরিষদ’র উদ্যোগে মহিউদ্দিন চৌধুরীর শোক সভা ও বিজয় দিসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ‘সরাইপাড়া যুব পরিষদ’র উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক সভা ও বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যালয়ে। মো. নুরুল আজিম বাবুলের সঞ্চালনায় শোক সভা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক। শোক সভা ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক ও সংগঠনের সাবেক উপদেষ্টা এমদাদুল হক ইপন, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সহ- সম্পাদক মাঈন উদ্দিন, সহ- সম্পাদক করিম, সাবেক সহ-সভাপতি মো. সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নাজিম শাহরিয়ার, মো. জমির, রেজা উদ্দিন নয়ন, সারোয়ার মোর্শেদ ও নুরুল ইসলাম পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠের সকল সদস্য বৃন্দ।