জামালপুরঃ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পোগলদিঘা ই্উনিয়নের চর পোগলদিঘা গ্রামে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে ড্রেজার মেশীন ভাঙ্গলেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস। রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় নিজ উদ্দোগে এলাকার সচেতন মহলের অভিযোগের ফলে ড্রেজার মেশিন ভেঙ্গে দেন তিনি। জানা যায় যে বালু ব্যবসায়ী সুলতান ও সাইদ ক্ষমতার প্রভাব খাটিয়ে বয়ড়া বাজার ব্রীজ সংলগ্ন নদীর পাড় ঘেসে দীর্ঘদীন যাবত অবৈধ ভাবে ড্রেজার ও বগা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আরছে। এলাকার মানুষ কিছু বলতে গেলে তাদের কে বিভিন্ন সময় নানা মুখী হুমকি দিয়ে থাকতেন বলে অভিযোগ পাওয়া যায় ।যার ফলে সবাই ভয়ে মুখ বন্ধ করে থাকতেন। ফলে নদীর র্র্তীরর্বতী আবাদী জমি, ও বসত বাড়ি ধষে যাওয়ার উপক্রম হয়েছে এবং হুমকির মুখে পড়ছে বয়ড়া ব্রীজ। এবং বালু ব্যবসায়ীদের উদ্দেশে ইউপি চেযারম্যান বলেন আমার ইউনিয়নে কেও জনগনের ক্ষতি করে অবৈধ ভাবে কোন কিছু করতে পারবে না।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply