তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা জনতার মঞ্চ আয়োজিত মুক্তিযোদ্ধা জনতা’র মহা সমাবেশে যোগ দিতে মিছিলে মিছিলে মহা সমাবেশ স্থলে উপচে পড়া ২৫/৩০ হাজার নারী/পুরুষ ভোটারদের জনতার ঢল পড়ে। গতকাল শুক্রবার সন্ধায় সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে এ মুক্তিযোদ্ধা জনতা.র মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা জনতা’র মহাসমাবেশে বীর প্রতিক আব্দুল হাকিম সভাপতিত্ব করেন। মহাসমাবেশটি সাবির্ক সহযোগীতা কারী হিসেবে জামালপুর জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মুরাদ হাসান বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য রাখেন-জামালপুর জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সভাপতি (ভারপ্রাপ্ত ) সুজাত আলী, জেলা মুক্তিযোদ্ধা ফোরাম কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ,সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, ডেপৃটি কমান্ডার নুরুল ইসলাম,সাংগঠনিক কমান্ডার আব্দুল হামিদ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান মতি,নুরুল ইসলাম নুরু,মোশারফ হোসেন,সাদেক হোসেন,আনোয়ার হোসেন,সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যাপক রওশন জামান,সাবেক প্রধান শিক্ষক বাহাদুর মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধা জনতা মহা সমাবেশটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।
মুক্তিযোদ্ধা জনতা.র মহা সমাবেশ বক্তারা বলেন,আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাথে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির মধ্যে অনুষ্ঠিত হবে। সে লক্ষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সংগঠন বাংলাদেশ আ’লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনে আ’লীগের প্রার্থী হিসেবে জামালপুর জেলা আ’লীগের সাবেক সভাপতি,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,এ্যাড. মতিয়ার রহমান তালুকদারের সুযোগ্য সন্তান জামালপুর জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মুরাদ হাসান কে নৌকা প্রতিকের মনোনয়ন দেয়ার জন্য সকল মুক্তিযোদ্ধারা হাত তুলে সর্মথন দেন।আগামী প্রজন্ম কে স্বাধীনতার স্বপক্ষের চেতনা ধরে রাখতে রাজাকার সন্তানদের মনোনয়ন না দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসানকে নৌকা প্রতিকের মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান। অন্যথায় প্রধান মন্ত্রী’র কার্যালয়ে অনশন করে মরে যাওয়ার ঘোষনা দেন বক্তারা।
Leave a Reply