সোহরাব হোসেন :
‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে নিজের হৃদয়ে ধারণ করে মানবতার প্রেমিক পুলিশ সুপার নাছির উদ্দিন এগিয়ে চলছেন সাম্য ও ভ্রাতৃত্ববোধের বিনয়ী ভাব নিয়ে। তিনি সবসময় সততা নিষ্ঠা ও মানুষের সেবাকে প্রাধান্য দিয়ে অনন্য দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছেন। জামালপুরে এনটিভির জেলা প্রতিনিধি সাহসী ও সৎ সাংবাদিক আসমাউল আসিফ এর পাশে দাঁড়ালেন মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।
তিনি পৌরসভার বগাবাইদ এলাকায় অসুস্থ আসিফকে তার নিজ বাড়িতে দেখতে যান। এ সময় তিনি আসিফের চিকিৎসার খোঁজ-খবর নেন। সেই সাথে তাকে আর্থিক সহযোগিতা করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, যায় যায় দিনের জেলা প্রতিনিধি এডভোকেট ইউসুফ আলী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ ফজলে এলাহী মাকাম , বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন সহ আরো অনেকে।
এ বিষয়ে জামালপুরের মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, জামালপুর জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে পাশাপাশি, সকলের যেকোনো বিপদে-আপদে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। তিনি আসিফের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে গত ১২ ই মার্চ ঘরের সিঁড়িতে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার কোমরের অপারেশন শেষে তার বাড়িতে বিশ্রামে রয়েছে। সাংবাদিক আসমাউল আসিফের সাথে কথা হলে তিনি বলেন, ডাক্তারের চিকিৎসা অনুযায়ী দেড় থেকে দুই মাস বিশ্রাম নিলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। ইনশা-আল্লাহ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply