Amar Praner Bangladesh

সাংবাদিক এস.এম জহিরুল ইসলাম আলোকিত মুলাদীর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তিঃ বরিশাল জেলার ঐতিহ্যবাহী উপজেলা মুলাদী। মুলাদী উপজেলার সৃজনশীল মানুষদের সমন্বয়ে গঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন “আলোকিত মুলাদী”। গত ২৬ নভেম্বর ২০১৭ ঢাকার একটি চাইনিজ হোটেলে আলোকিত মুলাদীর ১ম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার ও আলোকিত মুলাদী’র প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ৪১ সদস্য কার্যনির্বাহী কমিটির মধ্যে ৯ সদস্যের নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক এস.এম জহিরুল ইসলাম। তিনি ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ছাত্র রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার সাথে জড়িত হন ১৯৯০ সালে। ১৯৯২ সালে ৫ ফেব্রুয়ারি তৎকালীন মুলাদীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে মুলাদী প্রেসক্লাব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে থেকে ঢাকায় অবস্থান করে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক ঘোষণার প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করছেন। সাপ্তাহিক নয়াপদক্ষেপ পত্রিকারও তিনি নির্বাহী সম্পাদক। এ ছাড়াও কলাম, নিবন্ধ ও প্রবন্ধ লিখছেন দেশের সকল জাতীয় পত্রিকায়। এস.এম জহিরুল ইসলাম বর্তমান সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ তৃণমূল গণমাধ্যমকর্মীদের সংগঠন রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) ২য় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সদস্য, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতি সম্প্রতি তিনি নবগঠিত ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর প্রতিষ্ঠাতা সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। ঐ ফেডারেশনে প্রায় ৬৩টি সাংবাদিক সংগঠন তালিকাভূক্ত রয়েছে। এস.এম জহিরুল ইসলাম বর্তমানে সাংবাদিক সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। এর মধ্যে আধুনিক বাংলা মানবাধিকার সংস্থার চেয়ারম্যান, রুর‌্যাল কালচারাল একাডেমীর প্রধান সমন্বয়ক, ভিলেজ ফিজিশিয়ান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, মুলাদী উপজেলা সমিতি, ঢাকার আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকাস্থ মুলাদী সামাজিক, সাংস্কৃতিক সংস্থা (ঢামুসাস) এর নীতি নির্ধারণী কমিটির সদস্য, মুলাদী উপজেলা উত্তর পঞ্চ ইউনিয়ন উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য। এস.এম জহিরুল ইসলাম ১৯৭৪ সালের ১লা জুলাই মুলাদী উপজেলার চরকালেখান গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ শাহে আলম সরদার, মাতা মরহুমা বিলকিস বেগম।