মীর আবু বকরঃ
সাতক্ষীরায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধাঃ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের প্রাণকেন্দ্র কুরাইশী ফুড পার্কে সমিতির জেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছির সভাপতিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুল ইসলাম। বিশেষ অতিথির উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেব ক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলার প্রধান নির্বাচন কমিশনার জিয়াউদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক ডাঃ এ কে এম আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল সাত্তার, যুগ্ন সম্পাদক মোঃ শফিউর রহমান, নির্বাহী সদস্য খান মোঃ সুজায়েদ আলী সহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচালনা কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, কর্মচারী কল্যাণ সমিতির জন্য নির্ধারিত অফিস অত্যন্ত জরুরী। সরকারিভাবে জায়গা বরাদ্দের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা গ্রহণ করতে হবে।
সময়মত মাসিক চাঁদা দেওয়ার চেষ্টা করবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় থাকলে সমিতি এগিয়ে দেওয়া সম্ভব। যার যার অবস্থান থেকে সমিতির কল্যাণে কাজ করতে হবে। সভায় সমিতিকে আরো গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply