মীর আবু বকরঃ
সাতক্ষীরায় গণপ্রকৌশলী দিবস ২০২২ ও আইডিইবির ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এই শ্লোগানকে সামনে নিয়ে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সারা দেশের ন্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ফেস্ট উড়িয়ে র্যালি উদ্বোধন করেন অতিঃ জেলা সার্বিক মোঃ রেজা রশিদ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন আইডিইবির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন। সংগঠনের জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে, অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী কমিটির সাধাঃ সম্পাদক সরকারি শিক্ষা প্রকৌশলী এম এম এ আবু জাহিদ বিন গফুর, সহ-সভাপতি সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, সড়কের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, নব জীবন ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সংগঠনের সংগঠনিক সম্পাদক পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, টিএসসি বিভাগীয় প্রধান শেখ আব্দুল আলিম, আর এসি বিভাগীয় প্রধান এনামুল হাসান সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপক অগ্রগতি হয়েছে। এই উন্নয়নমূলক কর্মকান্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা প্রশংসনীয়। বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। এ সময় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল,নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন পলিটেকনিকের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply