মীর আবু বকরঃ
সাতক্ষীরায় ইকোপার্ক কফি অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা শহরের অদূরে ডিসি ইকোপার্কে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ফিতা কেটে ইকোপার্ক কফি হাউজের উদ্বোধন করেন।
এ সময় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিডি কৃষিবীদ ডঃ জামাল উদ্দিন, সমাজসেবার ডিডি সন্তোষ কুমার নাথ, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, এনডিসি বাপ্পি দত্ত রনি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শহরের অদূরে বাকাল এলাকায় গড়ে উঠেছে একটি নান্দনিক ইকোপার্ক। এখানে ভ্রমণ পিপাসুদের জন্য স্থাপন করা হয়েছে বিভিন্ন পাখি,বন্যপ্রাণী, মাছ সহ বাহারী সামগ্রী। শিশুদের মন প্রফুল্ল রাখতে দোলনা সহ বিভিন্ন খেলনা সামগ্রী। ভ্রমণ পিপাসুদের জন্য নতুন রূপে গড়ে তোলা হয়েছে ইকোপার্ক। এখানে শিশুসহ সব বয়সে মানুষের খাবার সামগ্রী পাওয়া যায়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply