Amar Praner Bangladesh

সাতক্ষীরায় দুস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির

 

 

মীর আবুবকরঃ

 

সাতক্ষীরা সোনালী ব্যাংক (সি এস আর) আওতায় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান হয়েছে।

গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় তিনি বলেন,মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ও চলমান লকডাউনের ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সরকার। জেলা প্রশাসনের উদ্দোগে নিম্নআয়ের মানুষের মাঝে ৩৩৩ নাম্বারে মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। ধারাবাহিকতায় সরকারের পাশাপশি সোনালী ব্যাংক অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সোনালী ব্যাংকের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি আজহার আলী, সহকারী কমিশনার নুরুল আমিন, শাহানাজ তানভির,সোনালী ব্যাংকের মনোরঞ্জন সরকার, সাতক্ষীরা শাখার এজিএম ভবেশ চন্দ্র মৃধা,এসপিও আব্দুল কুদ্দুস, প্রিন্সিপাল অফিসার দেবেশ কুমার দাস