Amar Praner Bangladesh

সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২, আহত ৪

 

 

মীর আবুবকরঃ

 

সাতক্ষীরায় পৃথকস্হানে বজ্রপাতে ২ জন নিহত আরো ৪ জন আহত হয়েছে। সদরের লাবসা ও শনিবার সন্ধ্যায় দেবহাটা নারিকেলি এ ঘটনা ঘটে। নিহত সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের পুএ ফারুক হোসেন (৪০)।

আহতরা হলেন, ঐ গ্রামের আমীর আলীর পুত্র ইরশাদ আলী (৩৫), মৃত ফটিক গাজীর পুত্র মহিদুল মজিদ (৪০), জোহর আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন (৫০) ও ইস্কেভটরচালক ঢাকার হুমায়ুন কবির।

স্হানীয় সূত্রে জানা গেছে, তারা সকলেই সকালে সদরের খেজুরডাঙ্গা বিলে মাছের ঘেরে ইস্কেভেটর মেশিনে মাটি কাটছিল। তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি সাথে সাথে মূহুর মুহুর বজ্রপাত। এসময় বজ্রপাতে ফারুক মারা যায় বাকি ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে গতকাল সন্ধ্যায় দেবহাটা উপজেলা নারিকেলি গ্রামের আব্দুল লতিফ (৫২) বাড়ির পার্শবতী মৎস্য ঘেরে অবস্থান করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আওয়াজ পরিলক্ষিত হয়। কোন এক সময় বজ্রপাতে সে মারা যান। তিনি নারিকেলি গ্রামের পিয়ার আলীর পুত্র। সাতক্ষীরা সদর থানার (ওসি) মোহাম্মদ গোলাম কবির ও দেবহাটা থানার ওসি এই তথ্য নিশ্চিত করেছেন।