মীর আবু বকরঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে নির্মিত জমি ও গৃহ ভূমিহীন গৃহহীন পরিবারের হস্তান্তর করা হয়েছে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সহ সারাদেশে একযোগে জমির দলিল সহ ঘর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।
অতিথিবৃন্দ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর পর ফটোশেশানে অংশ নেন।উল্লেখ্য সাতক্ষীরা সদর উপজেলায় গতকাল ৩৯ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা,প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি, উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply