মীর আবু বকরঃ
সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ও সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষবিদি মোঃ মনির হোসেন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,তিনি মেলার উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড মোঃ জামাল উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনুজান খানম, উপসহকারী কৃষি কর্মকর্তা ব্যানার্জি, আব্দুল আলিম, তৌহিদুল ইসলাম সহ উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।কৃষি মেলায় ১০ টি স্টল রয়েছে। স্টল গুলোতে কৃষি উপকরণ যন্ত্র, টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, ঘেরের পাড়ে সবজি, অফসিজনে তরমুজ চাষ, ভার্মিক কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট তৈরি, কলসি ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ, মিশ্র ফল বাগান, মিনি পুকুর ও পুকুর পাড়ে সবজি চাষ, আঠা ফাঁদ, ফেরোমন ফাঁদ, নিরাপদ সবজি চাষ, আন্তঃফসল চাষ পদ্ধতিসহ স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল জেলায় ২৮টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা উম্মুক্ত থাকবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply