সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরার সদর উপজেলার জেয়ালা গ্রামে পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী চুলা তৈরীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেয়ালা গ্রামের ২০জন নারী এবং ৪জন যুবকের অংশগ্রহণে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন শ্যামনগর উপজেলার ধুমঘাট শাপলা নারী সংগঠনের সভানেত্রী এবং বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা নারী মিস্ত্রী।
প্রশিক্ষণার্থী নাজমা আক্তার জানান, আমরা যে চুলা ব্যবহার করি তাতে আমাদের স্বাস্থ্যঝুঁকি বেশী থাকে। ধোয়া এবং ময়লায় আমাদের খুব কষ্ট হয়। তাছাড়া ধোয়ার কারণে আমাদের শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ হয়। এছাড়া আমাদের ঘরে ধোয়া ও ময়লা প্রবেশ করে ঘর নোংড়া হয় এবং জ্বালানী বেশী লাগে। কিন্তু আজ যে চুলা তৈরি শিখলাম, তাতে জ্বালানী কম লাগবে। ধোয়া লাগবে না। এছাড়া তৈরী করা খুব সহজ। এখন থেকে আমরা বাড়িতে এই চুলা নিজেরাই তৈরী করতে পারবো এবং অন্যকে শেখাতে পারবো।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply