Amar Praner Bangladesh

সাতক্ষীরায় কুমিরা বাজারে আগুন ১০ টি দোকান পুড়ে ভুস্মিভুত

আক্তারুজ্জামান ॥
সাতক্ষীরায় কুমিরা বাজারে বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুন গেলে ১০ টি দোকন পুড়ে ভুস্মিভুত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকা। পাটকেলঘাটা বাজারে কুমিরা বাজারে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সুত্রপাত হয়।
দোকান মালিক রামপ্রসাদ জানান, তার মুদি খানার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। বৈদ্যতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে তিনি জানান। পাশাপাশি দোকান থাকায় ১০ টি দোকন পুড়ে ভুস্মিভুত হয়েছে। এতে ব্যাবসায়িদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে ১০ টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে।