মীর আবু বকরঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন ‘করোনা প্রতিরোধে সরকার স্কুল-কলেজ বন্ধ রেখে শিক্ষাথীদের অন-লাইনে ক্লাস কার্যক্রম চলছে।
এ কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে দেশের হাল ধরবে। তাই তোমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে।
আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ ছাড়িয়ে বহি:বিশ্বে ও স্বীকৃতি পেয়েছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাড় করিয়েছেন। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রচষ্টায় আমরা এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply