Amar Praner Bangladesh

সাতক্ষীরায় জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

 

মীর আবুবকরঃ

 

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ মোঃ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা আলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জাতীয় মহিলা সংস্থা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আলীগের সাধাঃ সম্পাদক জ্যোৎস্না আরা,জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল-মামুন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, আশাশুনি নির্বাহি কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, শ্যামনগর নিবার্হী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন,সডক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, জেলা সমাজসেবা উপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।

সভায় আগামী ২৫জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন প্রসঙ্গ, সাতক্ষীরার মডেল মসজিদ নির্মাণ, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তর, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।