মীর আবুবকরঃ
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পৃথক ভেজাল বিরোধী অভিযানে গুড়ের কারখানা ও হোটেলে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বেলা ১২টায় তালা উপজেলা চাঁদবাটি শেখ এনায়েতউল্লাহ গুড়ের কারখানায় অভিযান চালায়। এসময় গুড়ে সোডা, চিনি, তেল মিশ্রিত ও নোংরা পরিবেশ প্রমানিত হওয়ায় মালিককে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। ইহা ছাড়া পাটকেলঘাটা বাজারে আব্দুল মান্নান হুজুরের হোটেলে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন, ফ্রিজে বাশি, রান্না ও কাচা খাবার একসাথে সংরক্ষন করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন জনস্বার্থে জেলায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রথমে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে নির্দেশ না মানলে ভোক্তা অধিকার আইনে তাহাদেরকে জেল জরিমানা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply