মীর আবুবকরঃ
সাতক্ষীরা এন আর বিসি ব্যাংকের উদ্বোধন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় শহরে রকসী সিনেমা হলে সামনে মদিনা মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের হল রুমে মনোরম পরিবেশে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কার্যক্রম উদ্বোধন হয়েছে ।
সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ার ম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর থানার ওসি মো: দেলোয়ার হোসেন, সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের পরিচালক এহছান বাহার বুলবুল। ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে উদ্বোধন ঘোষনা করেন এন আর বিসি ব্যাংকের পরিচালক এম ডি সাইদুর রহমান।
এ সময় তিনি বলেন, এন আর বিসি ব্যাংকের গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান করা হয়। আকষর্নীয় ডিপোজিট স্কীম ও সর্বোচ্চ মুনাফা প্রদানের নিশ্চয়তা আমরাই প্রদান করি। সর্বাধিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সুবিধা পেতে এন আর বিসি গ্রাহকদের অর্থ লেনদেনের আহ্বান জানান। সর্বোত্তম ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা এন আর বিসি শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোকলেচুর রহমান বালী , যশোর এন আর বিসি শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন, ঝিনাইদহা শাখা প্রধান রাসেল মেহেদী সহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সুধিজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এন আর বিসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply