মীর আবু বকরঃ
সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান,সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজ উপাদক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, বিজিবি সহকারী পরিচালক মেজর মাসুদ রানা, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রউফ, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ হাসেম আলী, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম, সমাজসেবা উপ-পরিচালক সন্তোস কুমার সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ, সকল থানার ওসি সহ জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতি জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply