মীর আবু বকরঃ
সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, জেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ আলহাজ মোঃ নজরুল ইসলাম,সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোঃ সাইফুল ইসলাম,পিপি এড আব্দুল লতিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,৩৩ বিজিবির মেজর রেজা আহমেদ, সডকের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply