মীর আবু বকরঃ
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান ও আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিঃ জেলা প্রশাসক বৃষ্ণপদ পাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি কৃষিবীদ মোঃ জামাল উদ্দিন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, দেবহাটা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, কালিগঞ্জ চেয়ারম্যান সাঈদ মেহেদী, কলারোয়া চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা তুজ জোহরা, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক শফিউল আজম, ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার,জেল সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গেছে। সরকারের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply