মীর আবু বকরঃ
সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী,
মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, কলারোয়া মেয়র মনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার, সড়কের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আজম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ হাসেম আলী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আলোচনা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply