মীর আবু বকরঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে রবিবার বেলা ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জীবনে ঐতিহাসিক দিন। যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন বাঙালি জাতি কখনো তাদেরকে ভুলবেনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে বাঙ্গালী জাতি বিজয় ছিনিয়ে এনেছিল। আমাদের উপহার দিয়েছে একটি স্বাধীন দেশ। বঙ্গবন্ধু চেয়েছিল একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে। কিন্তু স্বাধীনতা বিরোধী দোষররা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দেইনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। আ’লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে।
পদ্মা সেতু,পায়রা সেতু, মেট্রোরেলের সুবিধা দেশের জনগণ ভোগ করছে। এখানেই শেষ নয় দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলা হিসাবে গড়ে তুলা হবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সাতক্ষীরা জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।
সম্মানিত অতিথি ছিলেন,জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাকিম।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শফিকুল হক, নাজমুল হোসেন,শাহানা পারভীন, হাসানুজ্জামান সহ জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদান কারী সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি ওসমান গনি। এর পূর্বে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply