মীর আবু বকরঃ
সাতক্ষীরায় ৩ দিনব্যাপী একুশে বইমেলা উদ্বোধন হয়েছে। “আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি পাঠাগার গড়ি” এই প্রতিপাদকে সামনে নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি দীপক কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিল, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মুহাম্মদ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সহ সরকারির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply