মীর আবু বকরঃ
সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিক এ্যসোসিয়েশনের উদ্দোগে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে জেলা প্রশাসক ও ডায়াবেটিক হাসপাতালের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা ডায়াবেটিক এ্যসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ডাঃ মোখলেসুর রহমান,সহ সভাপতি সাবেক মন্ত্রী ডাঃ আবতাবুজ্জমান,সামেকের সহযোগী অধ্যাপক ডাঃ শংকর কুমার, হাসপাতালের আজীবন সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, আলহাজ্ব মেহের আলী, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, এড আজহারুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম,অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাংবাদিক অসীম চক্রবর্তী, এড আব্দুল বারি, এড ওসমান গনি, মুর্শিদা আক্তার, কামরুজ্জামান রাসেল, সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ডায়াবেটিস সকল রোগের মা, তবে মানুষের চেষ্টা থাকলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। চিকিৎসা বিজ্ঞান এটির নিয়ন্ত্রণের জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে। সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে সেবার মান উন্নয়ন করা হবে।
এখানে ডায়বেটিস চিকিৎসার পাশাপাশি অন্য রুগীর সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণাঙ্গ ডায়াবেটিস হাসপাতালে গড়ে তোলা হবে। অনুষ্ঠান শেষে আজীবন সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা ও আলহাজ্ব মেহের আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের কোষাধাক্ষ আলহাজ্ব দ্বীন আলী।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply