মীর আবু বকরঃ
সাতক্ষীরা বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস হস্তান্তর করা হয়েছে। গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশ বীর মুক্তিযোদ্ধাদের জন্য নবনির্মিত বীর নিবাস অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় নির্মিত বীর নিবাসের চাবি বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃআসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী ফাতেমা তুজ-জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ,বীর মুক্তিযোদ্ধা শেখ তবিবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
সাতক্ষীরা সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ১৬ টি সহ জেলায় ১১৬ টি বীর নিবাস হস্তান্তর করা হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply