মীর আবু বকরঃ
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি জাতীয় পতাকা,বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ আল মামুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক উম্মে হাবিবা,মোঃ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক রীনা রানী নন্দী, আবুল খায়ের, আনিসুর রহমান,মোহাম্মদ হাবিবুল্লাহ, মনিসাহা,ফাতিমা নাসরিন, রবিউল ইসলাম তুহিন, বিবেকানন্দ কবিরাজ, মোঃ খোরশেদ আলম, মোঃ মমতাজ হোসেন, সহ সকল শিক্ষক শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৭ টি ইভেন্টে বিভিন্ন গ্রুপে বিজয়ী ২৪৩ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শুধু তাই নয় সকল শিক্ষার্থীর জন্য ছিল শান্তনা পুরস্কার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী।
Leave a Reply