মীর আবু বকরঃ
সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় নবীনবরন , বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উচ্চ বিদ্যালয় চত্তরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি বলেন,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি অঙ্গনে সুনাম কুড়িয়েছেন। তথ্যপ্রযুক্তির যুগে তাদের মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছেন। শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেছে। বিদ্যালয়ের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এসব সম্ভব হয়েছে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে শিক্ষকদের আরো আন্তরিকতার সাথে পাঠদান করাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম। সিনিয়র শিক্ষক যথাক্রমে ইয়াহিয়া ইকবাল, আবুল হাসান, শেখ মোস্তাফিজুর রহমান, মতিয়ার রহমান, আব্দুস সবুর, গাজী মমিন উদ্দিন, কানাইলাল মজুমদার সহ অন্যান্য শিক্ষা বৃন্দ।পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনে মনোমুগ্ধ কর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এ সময় বিদ্যালয়ে সকল শিক্ষার্থী শিক্ষক, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক নার্গিস আরা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply