আব্দুল হালিম ণিশাণ:
সিদ্ধিরগঞ্জে সাত খুন মামলার সঠিক রায়ের ঘোষনায় স্বজনহারা পরিবার সন্তুষ্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সাংবাদিকদের প্রতি। গত মঙ্গলবার বিকেলে আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায়ে মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবন দন্ডাদেশ দেয়া হয়েছে ১১ জনের। মঙ্গলবার বিকেলে বিচারপতি ভবানী প্রসাদ সিং ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাত খুন হত্যাকান্ডের শিকার অন্যমত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার বিউটি গতকাল বুধবার দুপুরে নিজ বাসস্থানে দৈনিক বর্তমানকে বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা চাই দ্রুত এই রায় কার্যকর করা হোক। আসামিরা যে অপকর্ম করেছে, সে অপকর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে তারা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply