মো: রাজন ইসলাম রাজু :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। ০৫.০৪.২০২৩ ইং বুধবার চুরির মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- নওগাঁ জেলার সদর উপজেলার মাদার মোল্লা শিমুলিয়া গ্রামের জমসের আলীর ছেলে জাহাঙ্গীর (৪২) ও মো. নয়নের ছেলে বাপ্পি (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় বসতবাড়ীর সামনে অটোরিকশাটি রেখে খাবারের জন্য বাড়ীতে যান চালক হামিদুর রহমান হিরা।
কিছুক্ষণ পর খাবার খেয়ে এসে দেখেন অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তার গাড়িটি চুরি করে নিয়ে যাচ্ছে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে চোরেরা পালানোর চেষ্টা করে। এরপর দুই চোরকে আটক করা হলেও ২জন পালিয়ে যায়। এ ঘটনায় অটোরিকশা চালক হামিদুর রহমান হিরা বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই চোরসহ অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়। দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply