সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে আমবাগান হতে পরিত্যাক্ত অবস্থায় এক আদিবাসীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুরকুটি ডাঙ্গা গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে তুলশীপাড়া গ্রামের মৃত ললিতের ছেলে দীনেশ (৪৫) নামে এক আদিবাসীর মরদেহ ফরকুটি ডাঙ্গা একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।পরে থানা পুলিশে খবর দিলে দ্রুতাবস্থায় ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার ও থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই।
পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীনেশ এর লাশের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ । ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনাটি নিশ্চত করা যাবে বলেও জানান তিনি।
অধিক মদ্যপানজনিত কারনে এমন ঘটনাটি ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যক্তিবর্গ ও থানা পুলিশ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply