সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে আনারুল (৩৫) নামে একজন ভুয়া চিকিৎসকের ৩০হাজার টাকা অর্থদন্ড ও প্রায় লক্ষাধিক টাকার ভেজাল ঔষধ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রামমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট সোহরাব হোসেন।
রোববার বেলা ১১টার দিকে মহিলা কলেজ রোড, হাজী মার্কেটে অবস্থিত একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের রহিমউদ্দীনের ছেলে আনারুল (৩৫) কে ভুয়া চিকিৎসা ও অবৈধভাবে ভেজাল ঔষধ বিক্রয়ের দায়ে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেনের কার্যালয়ে গঠিত ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা হয়। এসময় তার ফার্মেসীতে থাকা প্রায় লক্ষাধিক টাকার ভেজাল ঔষধ ধ্বংস করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply