সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেড়েছে সাধারণ ছুটির মেয়াদ। তবুও দেশে থেমে নেই করোনা ভাইরাসের সংক্রমণ। এমন মহামারী অবস্থাতেও শারীরিক দূরত্ব মানছেন না বাইরে বের হওয়া মানুষজন । মুখে মাস্ক ছাড়াই বেশ কিছু মহিলা পুরুষরা স্বাভাবিক সময়ের মত ঘোরাফেরা ও কেনা কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সাবধানতা উপেক্ষা করে প্রতিদিনই বাইরে মানুষের সমাগম বাড়ছে।
১৬ মে শনিবার সকালে সাপাহার বাজারে নামে মানুষের ঢল। নিজেদের মাঝে সামাজিক দূরত্ব না মেনে শপিং করা নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে নারী-পুরুষরা। যেন খেয়াল নেই করোনা ভাইরাস নামক এক ভয়ঙ্কর ভাইরাস ঘুরছে বাতাসে। একজনের শরীরের সাথে আরেকজনের শরীর সাঁটিয়ে কেনাকাটায় ব্যাস্ত হয়ে পড়েছেন তারা।
উপজেলার জিরোপয়েন্ট , মার্কেট সহ ফুটপাতের বাজার গুলোতে যেন সূঁচ রাখার জায়গা নেই। কাপড়ের দোকান, খাবারের দোকান সহ ছড়িয়ে-ছিটিয়ে ঈদ শপিং করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। জেলা প্রশাসন কর্তৃক হাত ধোয়ার স্থান রাখার নির্দেশনা থাকলেও কেউ মানছেনা। বেশিরভাগ দোকানে ক্রেতাদের হাত ধোয়ার কোন ব্যাবস্থা রাখা হয়নি।
এমন অবস্থা চলতে থাকলে সাপাহার উপজেলাতেও ব্যাপক হারে করোনা ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply