আব্দুল খালেক সুমন :
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী জাতীয় ফুটবল দল বনাম নেপাল অনূর্ধ্ব-২০ নারী জাতীয় ফুটবল দল এর মধ্যে গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে নেয় অনূর্ধ্ব-২০ নারী ফুটবলাররা।
এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সহকারী টিম লিডার এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু বলেন, সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী জাতীয় ফুটবল দল নেপাল অনূর্ধ্ব-২০ নারী জাতীয় ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আমি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী জাতীয় ফুটবল দলের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply