আব্দুল খালেক সুমন :
বাংলাদেশ ‘সাফ অনূর্ধ্ব-২০ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৩’ মহিলা জাতীয় ফুটবল দলের “সহকারী টিম লিডার” নির্বাচিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য ও টঙ্গী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ নুরুল ইসলাম নুরু।
বাংলাদেশ প্রথম “সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২”-এর শিরোপা জয় করে এনেছিলেন বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল। সেই দলের “সহকারী টিম লিডার”এর দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মোঃ নুরুল ইসলাম নুরু। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ বিভিন্ন উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে পুরস্কারসহ সম্মান অর্জন করেন এই নুরুল ইসলাম।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে স্বাগতিক বাংলাদেশসহ, ভুটান, ভারত ও নেপাল অ-২০ মহিলা জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে ‘সাফ অ-২০ ওমেন্স চ্যাম্পিয়নশীপ ২০২৩’-এর খেলা আগামী ০৩ হতে ০৯ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ-২০ মহিলা জাতীয় ফুটবল দলের বিভিন্ন বিষয়ে অবহিত করনের লক্ষ্যে অদ্য ২৯-০১-২০২৩ তারিখ রবিবার বিকাল ৩:০০ ঘটিকায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন ফিফা ও এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ মোস্তাক আহমেদ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ আতাউর রহমান ভুঁইয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সহ বাফুফের অন্যান্য নেতৃবৃন্দগণ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply