প্রাণের বাংলাদেশ ডেস্ক :
সামাজিক দায়বদ্ধতা থেকেই সোল ব্রাদার্সদের এগিয়ে আসা এমনভাবেই বলছিলেন সোল ব্রাদার্স অফ বাংলাদেশের এর সদস্য ফারহান রাকিন ও সজিব সালেহিন। তাদের ভাষ্যমতে এক মানুষ যখন অন্য মানুষ কে আত্মার ভাই বলে মানবে এবং হৃদয়ে ধারণ করবে তখন ঐ মানুষ তার আশেপাশের মানুষকে ক্ষুধার্ত রেখে নিজে ভর পেটে খেতে পারবে না। আর আমরা মনে করি আমরা একে অন্যের সোল ব্রাদার। অন্য ভাইদের বিপদে আমরা পাশে না আসলে আমরা কেমন সোল ব্রাদার্স।
সোল ব্রাদার্সরা চেষ্টা করে যাচ্ছে যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই মানুষের পাশে দাড়াবার। ফারহান রাকিন বলেন আমরা সেই বাবার কথা শুনে কেঁদে উঠি, যাত্রাবাড়ির এক উবার চালক পিতা যখন ইনবক্স করে বলেন ভাই আমরা খেয়ে না খেয়ে দুই এক বেলা পার করতে পারি আমার ৯ মাসের শিশু কি করে না খেয়ে বাঁচবে। কারো কাছে চাইতেও পারি না ভাই, যদি আপনারা আমার বাচ্চাটার জন্য কিছু করেন। এই বাবার কান্না শুনার পর আমরা এমন আরো বেশ কিছু শিশু খাদ্য শেয়ার করি আমাদের খুদে সোল ব্রাদার্সদের সাথে। আমরা আমাদের সামর্থের মধ্যে ভেরিফিকেশন করেই তবেই দুধ পাঠাই।
সন্তানের খাদ্য দিতে না পারা পিতাদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই না কোন পিতা পরাজয়ের মুখ দেখুক, দুধের শিশুর মুখে দুধ তুলে দিতে না পারার জন্য। তবে এই পরাজয়ের দায় আমাদের উপরেও আসবে কারন আমরা বলি আমরা সোল ব্রাদার্স অফ বাংলাদেশ।তাই আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো, যাতে কোন পিতা পরাজিত না হয়।
অন্য সদস্য সজিব সালেহিন বলেন, আমরা রাতের আধারে মানুষের ঘরে খাবার পৌছানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখিনি, আমরা করনার প্রতিরোধ করার জন্য আমাদের আশেপাশের বিভিন্ন জনে স্প্রে করে যাচ্ছি এবং প্রতিদিন ইফতার বিতরণ করে যাচ্ছি। দোয়া করবেন যাতে সামনের দিন গুলোতেও আমারা সোল ব্রাদার হায়েই থাকতে পারি। ঈদ কে সামনে রেখে সোল ব্রাদার্স বিরাট এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিজেদের বিভিন্ন বস্তি ও মধ্যবিত্তের মধ্যে ৫০০০ হাজার পরিবারের মাঝে ঈদের সেমাই, চিনি বিতরণ করতে চায়। এই কাজ তাদের একার পক্ষে সম্ভব নয় তাই তারা সবার প্রতি আবেদন জানাচ্ছে যে যার সামর্থ্য অনুসারে যদি সোল ব্রাদার্স দের কাতারে এসে দাঁড়ায় তবে এই কাজে সফল হওয়া খুব কঠিন কিছু নয়।
আপনারা চাইলেই অনেক গুলো মানুষের সাথে ভালোবাসার লেনদেন হবে। ৫০০০পরিবার ঈদের আনন্দ শেয়ার করি
অনুদান পাঠানোর জন্যঃ বিকাশ একাউন্টঃ ব্যক্তিগত একাউন্ট: ০১৬৭৬৫১৮৫৩১ রকেট একাউন্টঃ
ব্যক্তিগত একাউন্ট: ০১৬৭৬৫১৮৫৩১৫ এছাড়াও যোগাযোগ করতে পারেন আমাদের পেইজের ইনবক্সে হেল্প করতে চাইলে পেইজ লিংক- https://web.facebook.com/Soul.Brothers.of.Bangladesh/
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply