আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে ।সারাবিশ্বে করোনায় মারা গেছেন আরো প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত ৬৪ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৩ লাখ ৮২ হাজারের বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ রিপোর্ট লেখা পর্যন্ত (৩ জুন, বুধবার সকাল ১০টা) সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৫১ হাজার ৯৬৬ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ লাখ ৮২ হাজার ৪৭৯ জন ও সুস্থ হয়েছেন ৩০ লাখ ৬৬ হাজার ৬৭৮ জন।
এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩০ লাখ ২ হাজার ৮০৯ জন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫৪ হাজার ৫২৮ জন।
আক্রান্ত ও মৃতের হিসেবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রেই প্রাণ গেছে ১ লাখ ৮ হাজারের বেশি মানুষের। মোট সংক্রমিত হয়েছে সাড়ে ১৮ লক্ষাধিক মানুষ।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৮ হাজার ২৩৭ জন, মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩০৯ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৫৭০ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৭৪১ জন, মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯৮৫ জন ।
স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ১২ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৭ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটেনে এখন পর্যন্ত মারা গেছেন ৩৯ হাজার ৩৬৯ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৯৮৫ জন। মৃত্যু সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ইতালিতে মারা গেছেন ৩৩ হাজার ৫৩০ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫১৫ জন।
এছাড়া ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ২২০ জন, মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৪০ জনের। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৯১ জন, এখানে মৃত্যু হয়েছে ৮ হাজারের বেশি মানুষের।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে আক্রান্ত ২ লাখ ৭ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৯ জনের। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৩৯৮ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৬২১ জনের।
ভারতে আক্রান্ত বেড়ে ২ লাখ ৭ হাজার ১৯১ জন ও মৃত্যু বেড়ে ৫ হাজার ৯২৯ জনের দাঁড়িয়েছে। বিপরীতে দেশটিতে ১ লাখ ২৮৫ জন সুস্থ হয়েছেন ও চিকিৎসাধীন আছেন ১ লাখ ১ হাজার ৭৭ জন। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ হাজার ৯৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মঙ্গলবার (২ জুন) দেশে আরও ২ হাজার ৯১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জনে। এছাড়া আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০৯ জনে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply