জোবায়ের:
খুলনা ৪ আসনের সংসদ সর্দস্য ও বিজি এমই’র সাবেক সভাপতি সালাম মুর্শিদী ১৪০ তম এ্যাসেম্বেলিতে যোগ দিতে গিয়েছেন। সেখানে তিনি কেমিক্যাল ওয়েপনস সহ অন্যান্য বিষয়ের ওপর তার জ্ঞান গর্ব আলোচনা রাখবেন। ইন্টার পার্লেমেন্টারী ইউনিয়নের ১৪০ তম এ্যাসেম্বেলি কাতারের দোহায় ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের নেতৃত্বে ১২ জন সংসদ ও ৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা এই এ্যাসেেেম্বলিতে যোগ দিচ্ছেন। এ্যাসেম্বেলি শেষে আগামী ১১ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply