Amar Praner Bangladesh

সিংড়ায় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং এন্ড আইটি সেন্টারের উদ্যোগে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের সামনে শতাধিক শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা প্রদান করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে পরিবেশ ও মানুষের জন্য গাছের ্উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, চলনবিল ফেসবুক সোসাইটির মহাসচিব মাহাবুব আলম বাবু।
এসময় উপস্থিত ছিলেন, চলনবিল ফেসবুক সোসাইটির যুগ্ম মহাসচিব সাংবাদিক রাকিবুল ইসলাম, রমিজুল করিম, আমাদের মজার স্কুলের পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম, প্রচার সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন, এস.এম সেলিম হোসেন, প্রশিক্ষক সুজন আলী প্রমুখ।