রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রয়োজনে ডিবি পুলিশকে সহযোগিতা করবো: হিরো আলম আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, সহযাত্রীর নাম বাধ্যতামূলক কুষ্টিয়ায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী’র সাংবাদিক সম্মেলন তুরাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ওমরাহ পালনকালে কাবার সামনে স্ত্রীর মৃত্যু, মক্কাতেই দাফন টঙ্গীতে নির্বাচনী প্রচারে না যাওয়ায় ব্যবসায়ীর দোকানে হামলা কাউন্সিলর প্রার্থীর জলঢাকায় জলমহাল ইজারায় যোগ্য সমিতির স্থলে ভায়া সমিতিকে ইজারা প্রদানের অভিযোগ মতিউর রহমান ও শামসুজ্জামানের বিরুদ্ধে মামলায় ৪১ নাগরিকের প্রতিবাদ পুলিশের ধাওয়া খেয়ে টিনের চালে চোর, নামালো ফায়ার সার্ভিস

সিএসএফ’র আওতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা পেল সাড়ে ২৩ হাজার শিশু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ Time View

 

 

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল :

২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ গ্লোবাল) গবেষণা ও সেবাধর্মী এই প্রতিষ্ঠানটি দৃষ্টি কেন্দ্রের কার্যক্রমের আওতায় প্রায় ১ বছরে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিনামূল্যে ২৩ হাজার ৫৪৭ জন শিশুর বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা, ১ হাজার ২০০ শিশু এবং ১ হাজার ৮২ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে ন্যূনতম ফি’র বিনিময়ে চক্ষু সেবা প্রদান এবং ২২৯ শিশুকে চশমা দেয়াসহ ৬ শিশুর ছানি অপারেশন সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত প্রাথমিক চক্ষু পরিচর্যা ও চক্ষু সেবা সম্পর্কিত প্রচারণা ও সচেতনতা বৃদ্ধি করণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। সাস্টেনিবিলিটি এন্ড অ্যাওয়েরনেস রেইজিং অফিসার সুলতানা চিশতীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) আইরিন আক্তার, কর্মশালার সভাপতিত্ব করেন- টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা: মো. মিনহাজ উদ্দিন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সিএসএফ গ্লোবালের এ্যাডমিন ম্যানেজার মো. আনছার আলী, প্রোগাল অফিসার রিসাদ সুলতানা, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, আখতার হোসেন খান, অভিজিৎ ঘোষ, ফরমান শেখ, ভূঞাপুর চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, আইয়ুব আলী প্রমুখ।

২০০১ সাল সালে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, তাদের সমুন্নত অধিকার ভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মান ও এই শিশুদের পরিবারকে সমাজের মূলধারায় সংযুক্তিকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চাইল্ড সাইট ফাউন্ডেশনটি একটি বেসরকারী প্রতিষ্ঠান। শুরুতে টাঙ্গাইলের ভূঞাপুরে সিএসএফ দৃষ্টি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। ইউএসএইড এর আর্থিক সহায়তায় প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি আই হাসপাতালের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পরিচালিত।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়