Amar Praner Bangladesh

সিঙ্গাপুরে চিকিৎসায় থেকেও জনগণের দুর্ভোগে হাবিব হাসানের হৃদয় কেঁদে উঠে

 

নাছিমা বৈশাখী :

 

গত ১৬/০৭/২০২২ ইং উজামপুরে বৈদ্যুতিক শক সার্কিটের কারণে ২টি বসত বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি পরিবার অসহায় হয়ে পড়ে। বিষয়টি ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের মাধ্যমে ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেতা জনদরদী এমপি হাবিব হাসান জানার সাথে সাথে তৎক্ষণাৎ তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় থেকেও ঘটনাস্থলের খবর নেন এবং সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০,০০০ টাকা নগদ প্রদান করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তরখান থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ৪৫ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জয়নাল আবেদীন। এভাবেই জনগণের যেকোন বিপদে এমপি হাবিব হাসান সবসময় সকলের পাশে থাকেন। এলাকার জনগণ জানায়, আমাদের বিপদে হাবিব হাসানের হৃদয় কাঁদে।