শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন

সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কারের নামে ময়লা ছড়িয়ে দিচ্ছে শহরজুড়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৩৫ Time View

 

 

প্রাণের বাংলাদেশ ডেস্ক :

 

মেয়রদের রাজত্বকাল কয়েক বছর হয়ে গেলেও তারা পূর্বের লক্করঝক্কর তলা ছিদ্র গাড়ীঘোড়া নিয়ে তাদের রাজত্ব চালাচ্ছে। যে সকল সিটি কর্পোরেশনে বড় গাড়ী এবং ময়লার ভ্যান গুলো ব্যবহার করা হচ্ছে তার প্রত্যেকটির নিচ থেকে উপর থেকে ময়লা ও ময়লা মিশ্রিত পানি পড়ে অনবরত। শহর পরিষ্কারের নামে দুর্গন্ধ মেখে দিচ্ছে রাস্তায় রাস্তায়।

রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণের সিটি কর্পোরেশন সহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশন গুলো ময়লা পরিষ্কারের নামে ময়লা এবং দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে শহরজুড়ে। এই দুর্গন্ধ ছড়ানোর কাজে বেশি এগিয়ে আছে রাজধানী ঢাকা। জাকঝমক পূর্ণ ভাবে কোটি কোটি টাকা খরচ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ব্যবসায়ী আতিকুল ইসলাম সাহেব মেয়র নির্বাচিত হোন। মেয়র হয়েই তার নাচ গান দেখে জনগণ মুগ্ধ হলেও কাজ কর্ম দেখে মোটেও মুগ্ধ হতে পারছেনা এমনটাই প্রতিক্রিয়া সাধারণ জনগণের।

রাজধানীর উত্তরার আজমপুর কাঁচা বাজারের পাশে ময়লা ডিপোটি সম্প্রতি ভেঙ্গে ফেলে ময়লা ফেলার আদেশ দিয়েছেন আব্দুল্লাহপুর বেঁড়িবাধের পাশে। সব ময়লার গাড়ী গুলো সেক্টরের ভিতর দিয়ে সম্পূর্ণ রাস্তা ময়লা মিশ্রিত পানি ফেলে চলে যাচ্ছে ময়লা ফেলতে। ময়লার দুর্গন্ধে এসব রাস্তা দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্কুল-অফিসে আসা যাওয়া মানুষজনের দুর্গন্ধে মরণ অবস্থা। যে সকল গাড়ীতে ময়লা আনা নেওয়া করা হয় সেগুলো লক্করঝক্কর, চারদিকে ছিদ্র, উপরে খোলা। ময়লা এবং ময়লার পানি পড়তে থাকে অনবরত। এই চিত্র শুধু উত্তরার নয় সারা শহরে সিটি কর্পোরেশন গুলো ময়লা পরিষ্কারের নামে ময়লা ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয় নিয়ে আব্দুল্লাহপুরের একজন স্থায়ী বাসিন্দার সাথে আলাপ করলে প্রাণের বাংলাদেশকে বলেন, মেয়র আতিককে উচিৎ এই ময়লার মধ্যে এনে পরিস্থিতি দেখানো। তাহলেই তিনি বুঝতে পারবেন সাধারণ মানুষ কত কষ্টে আছে এবং এখান দিয়ে চলাফেরা করলে কিভাবে শ্বাসকষ্ট হয়। আব্দুল্লাহপুরের এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে। রয়েছে শতাধিক দোকান, আশেপাশে আবাসিক বাড়ী, রয়েছে সিআইডি কোয়ার্টার সহ বেশ কয়েকটি সরকারী কোয়ার্টার। এর মাঝখানে রাস্তার উপর উত্তরার সব ময়লা ফেলা হচ্ছে। যার দুর্গন্ধ প্রায় অর্ধ মাইল দূর থেকেও পাওয়া যায়।

এ বিষয় নিয়ে ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফছার খানের সাথে কথা হলে তিনি জানান, আপাতত উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এখানে ময়লা রাখা হচ্ছে, অতিশীঘ্রই এখান থেকে অন্যত্র ময়লা ফেলার ব্যবস্থা করা হবে। অন্যদিকে অনুসন্ধান করে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা মহসিন ও রবিউলের নেতৃত্বে আব্দুল্লাহপুরে ময়লা ফেলা হচ্ছে বলে জানা যায়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়