বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ছাতকে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক, গুলিবিদ্ধ ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৪৬ Time View
সদরুল আমিন, ছাতক :
সুনামগঞ্জের ছাতকে সিংচাপইড়ে মানববন্ধনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার  সন্ধ্যায়  ইউপির কালিপুর ও খাসগাঁও এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেলের বিরুদ্ধে ইউনিয়নের ২, ৫ ও ৮নং ওয়ার্ড সদস্যের সাথে অসৌজন্যমূলক আচরনসহ উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টির আনীত অভিযোগে বুধবার বিকেলে ৩টি ওয়ার্ডবাসির ব্যানারে খাসগাঁও বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ই্পি চেয়ারম্যান সাহেল ও ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত পক্ষের সমর্থকদের মধ্যে কালিপুর ও খাসগাঁও এলাকায় রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ১৩রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৩রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। ঘটনায় শাহাব উদ্দিন মো. সাহেল পক্ষে সেলিম (৩০), লিটন (২২), জয়নুল (২৩), হামজা (১৬) ও তাজমুল (১৭), রহমত ((৭০) ও লুৎফুর (৬০)কে ৭জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও নিজাম (৫৫), সেলিম (৩২), জুবেদ (২৫), সুজন (২৫), আনোয়ার (৩০), রাজু (২৫), নিরাজুল (২৬), বাবুল (৩০), সামছ উদ্দিন (৫০), আব্দুল খালিক (৪০), সুমন আহমদ (৩০), রুবেল (২২), আজিজুর (৪৪৩), রুবেল মিয়া, (২৪), তারিক মিয়া (২৫), আলিম (২০), বুলবুল (২০), জীবন (৩৫), মিজানুর (২৫), ফজর আলী (৩৫), জয়নুল (৫৫), সৈয়দ আলী (৮০), হুমায়ূন (২৫), ওসমান (৪০), রজব আলী ((৪০), কাদির (৫০), মুক্তার (৩০), শুকুর আলী (৭০), হয়া আলী (২০), ছায়াদ মিয়া (৩৫), আব্দুল কাইয়ূম (৩০), শাহজাহান (৩৫), হেলাল (২০), মনসুর (১৮), ে রাবেজ (১৬), মাহমুদ আলী (৫০)সহ অর্ধশতাধিক ও ইউপি সদস্য আজিজুর রহমান শান্তর পক্ষে নূর উদ্দিন (৪০), মাসুক মিয়া মেম্বার (৪৫), আমিনুর রহমান (৪০), ইসরাকুল (২৮), ফয়ছল (৩০), জহিরুল (২৫), আয়নাল হক বাচ্চু (৩৫), আমির উদ্দিন (৩২), পারভেজ (৪০), রোকেশ (৪২), রইছ উদ্দিন (৩৫), সাজু (২৫) সহ দু’পক্ষে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এদেরকে কৈতক হাসপাতালে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে মেম্বার পক্ষের সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন লোকদের নাম জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়