মোঃ আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে বিয়ে পাগল স্বামীর পাশবিক নির্যাতনে স্ত্রীর(তিন সন্তানের জননী) মৃত্যু হয়েছে। নিহতের নাম ফিরোজা খাতুন(২৮)। তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও গ্রামের মোঃ শাহজাহান মিয়ার মেয়ে।
বুধবার বিকলে ৩টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায় নিহতের স্বামী একই উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বল্লবপুর গ্রামের বাসিন্দা দাদন মিয়ার ছেলে মোঃ আলী মনসুর। আলী মনসুরের সাথে প্রায় ১৩ বছর পূর্বে ইসলামিক শরিয়া মোতাবেক ফিরোজা খাতুনের বিবাহ হয়। বিয়ের পর তাদের সংসার কিছুদিন ভাল চলে এবং তাদেও তিনটি সন্তান ও রয়েছে। কিন্তু বিয়ে পাগল স্বামী আলী মনসুর তার স্ত্রী ফিরোজার অজান্তে আরো দুটি বিয়ে করে। এ থেকে ফিরোজার সংসানে নেমে আসে অশান্তি। প্রায় সময়ই স্বামী আলী মনসুর নানান অজুহাতে ফিরোজাকে বেদড়ক মারঠিক করত বলে জানান ফিরোজার ভাই আনোয়ার হোসেন। মঙ্গলবার ফিরোজাকে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হলে আর অবস্থান অবনতি হলে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা যায়। এর আগে স্বামী আলী মনসুর ফিরোজাকে প্রায় একমাস ঢাকায় নিয়ে একটি বাড়া বাসায় রাখেন ।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply