বিনোদন ডেস্ক:
বলিউড তারকা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে আগামী ৮ মে। দীর্ঘ দিনের প্রেমিক আনন্দ আহুজাকে তিনি বিয়ে করছেন। এতো দিন কেবল গুঞ্জন হিসেবে থাকলেও এই খবরটি এখন পুরোপুরি বাস্তব। কারণ এরই মধ্যে বিয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
সোনমের বাড়িতে ঝলমলে বিয়ের সাজ দেখেই এই বিয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া যায়। তবে এবার আলোচনায় এসেছে সোনম কাপুরের বিয়ের কার্ড। কারণ এমন বিয়ের কার্ড আপনি হয়ত আগে দেখেননি। যাকে বলা যায় ‘পরিবেশবান্ধব’।
শুনতে অবাক লাগছে? লাগারই কথা। মেহদি অনুষ্ঠান, বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা, তিনটি পর্বের জন্য আলাদা তিন ধরণের নিমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। তবে সেগুলো কাগজে ছাপানো হয়নি। ইমেইলের মাধ্যমে অতিথিদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
সোনম-আনন্দের বিয়ের কার্ডের মূল থিম প্রকৃতি। হাতে এঁকে তৈরি করা হয়েছে গাছ ও ফুলের সমন্বয়ে প্রাকৃতিক বিভিন্ন আবহ। তবে কে এই কার্ডের ডিজাইন করেছেন, তার পরিচয় এখনো জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বান্দ্রা কুরলা কমপ্লেক্সের সানটেক্স সিগনেচার আইল্যান্ডে আগামী ৭ মে হবে সোনম-আনন্দের মেহেদি অনুষ্ঠান। এরপর ৮ মে বান্দ্রা রকডেল বাংলোয় অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। এরপরের দিন মুম্বাইয়ের পাঁচ তারকা লীলা হোটেলে হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply