Amar Praner Bangladesh

সৌদিআরব সরকার স্কলারশীপ পাওয়া শিক্ষার্থীদের কাস্টমস শুল্ক দেয়া থেকে অব্যাহতি দিয়েছে

 

 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :

 

সৌদি আরবের যাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, যেসকল শিক্ষার্থী এবং কর্মীরা স্কলারশীপ নিয়ে বাইরের দেশে অবস্থান করছেন, তাদেরকে সৌদি আরবে প্রবেশের সময় কোন কাস্টমস শুল্ক প্রদান করতে হবে না।

সৌদি গেজেটের এক প্রতিবেদনের বরাত সৌদি যাকাত, ট্যাক্স, এবং কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে যে, যেসকল শিক্ষার্থী বা কর্মীরা স্কলারশীপ পেয়ে বাইরের দেশে অবস্থান করছেন, তারা সৌদি আরবে প্রবেশের সময় তাদের নিজস্ব যেসকল জিনিসপত্র এবং নিজেদের ব্যবহার্য যেসকল জিনিসপত্র সাথে করে নিয়ে আসবেন, তাদের এসকল জিনিস এর উপর কোনপ্রকার শুল্ক প্রদান আর করতে হবে না।

নিজেদের ব্যবহার্য যানবাহনও সাথে করে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীরা ও কর্মীরা। তবে, সৌদি আরবের যানবাহন আমদানী আইন অনুযায়ী, যদি কোন গাড়ি বা যানবাহন প্রস্তুত এর সময়কাল থেকে ৫ বছরের বেশি বয়সী হয়, তবে সেই যানবাহন সৌদি আরবে নিয়ে যেতে পারবেন না এমনকি স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীরাগণও নয় ।