Amar Praner Bangladesh

সৌদিতে আসার একদিন পরেই সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

 

 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :

 

সৌদি আরবের পাড়ি জমানোর মাত্র একদিন পরেই সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের জিলানী ওরফে মোহন (২১) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত ১৬ ই আগস্ট স্বপ্ন পূরণের আশায় সৌদি আরবে পাড়ি জমান আব্দুল কাদের জিলানী ওরফে মোহন (২১) ভাগ্যের নির্মম পরিহাস গত ১৭ আগষ্ট মাত্র এক দিনের মাথায় তাকে হতে হয়েছে লাশ ।

বাংলাদেশ দেশে বিভিন্ন জনদের কাছ থেকে ধারদেনার বোঝা মাথায় নিয়ে পরিবারের ভাগ্য ও দেশের অর্থনীতি চাকা সচল রাখতে গত মঙ্গলবার ( ১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সৌদি আরবের পবিত্র মদিনা শহরে এসে পৌঁছান ফেনী জেলার আবদুল কাদের জিলানী ওরফে মোহন(২১)।

পবিত্র মদিনা শহর থেকে ইয়ানবু শহরে যাওয়ার পথে গত বুধবার (১৭ আগস্ট)একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় ।

আবদুল কাদের জিলানী ওরফে মোহনের মৃত্যুর সংবাদে পরিবারে চলছে শোকের মাতম এবং এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।