আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি:
সৌদিআরবের রাজধানী রিয়াদে স্বর্ণ ও গহনার দোকানে ডাকাতির অভিযোগে রিয়াদ পুলিশ ৩ জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩ প্রবাসী বাংলাদেশী জাতীয়তার নাগরিক,তারা সৌদি শ্রম আইন এবং রেসিডেন্সি (ইকামা) আইন লঙ্ঘনকারী ছিল।
তথ্যে জানা যায় যে,অভিযুক্তরা ভুয়া পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে এবং ডাকাতির ঘটনা ঘটিয়ে মালামাল নিয়ে যায় এবং সেসব চুরি করা পণ্য নিয়ে ব্যবসাও করে আসছিল ।
রিয়াদ পুলিশ নিশ্চিত করেছে যে তারা সেসব চুরি হওয়া কিছু জিনিস পত্র এবং নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
এদিকে অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply