আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :
সৌদিআরবে জামে আল-সাফা নামের ১৩ শ’ বছর আগের নির্মিত প্রাচীনতম একটি মসজিদ সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান গৃহীত ঐতিহাসিক সকল মসজিদের উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আল-বাহা অঞ্চলের এই মসজিদটিকে অন্তর্ভুক্ত করা হয়।সংস্কারের মাধ্যমে মসজিদের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব নিশ্চিত করা হবে বলে জানা যায় ।
সৌদিআরবের আল-বাহার বালজুরাশি অঞ্চলে আল-সাফা মসজিদটি অবস্থিত।প্রায় সাড়ে ১৩ শ’ বছর আগে উঁচু পাহাড়ে অবস্থিত মসজিদটি মাটি ও পাথর দ্বারা নির্মাণ করা হয়,মসজিদটির আশপাশে রয়েছে পাথরের তৈরি বিভিন্ন ভবন এবং স্থাপনা ।
মনে করা হয়, আল-সাফা মসজিদটি প্রথম নির্মাণ করেন সুফিয়ান বিন আউফ আল-গামদি। তখনকার সামাজিক প্রেক্ষাপটে মসজিদটির গুরুত্ব অনেক বেশি ছিল বলে তথ্যে পাওয়া যায়। গ্রামবাসী মসজিদটিতে একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করত এবং তাদের সকল সমস্যার সমাধান করত । মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে নিজেদের বিভিন্ন বিরোধ মীমাংসাসহ সামাজিক এবং ধর্মীয় কার্যক্রম পালন করা হতো ১৩ শ’ বছর আগের আল-সাফা মসজিদটিতে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply